বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া সদরের মাটিডালী বিমান মোড়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দু'জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল জেলার শাজাহানপুর উপজেলার গোহাইল এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৮) ও সদরের বারপুর মধ্যপাড়ার শাহাদত হোসেন গিট্টুর স্ত্রী হেলেনা বেগম (৩০)।
এদিন রাত সাড়ে ৮টায় জেলার শেরপুর উপজেলার ধর্মগ্রাম দক্ষিণপাড়ার ওমর হাজির চাতালা এলাকা থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ নন্দীগ্রামের বিজরুল বাজার উত্তর পাড়ার মৃত জয়নাল মন্ডলের ছেলে নাসির মন্ডলকে (৩২) গ্রেফতার করে।
এদিকে রাত ১১টার দিকে জেলার বনানী বাইপাস এলাকার নিশ্চিন্তপুর বাজারের চারমাথা মোড় থেকে ১ কেজি গাঁজাসহ জেলার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর চকপাড়ার ওসমান গণির ছেলে মিন্টু হোসেনকে (৩৩) গ্রেফতার করে।
অপরদিকে বগুড়া পৌর এলাকার ছিলিমপুর এলাকার রংপুর-ঢাকা মহাসড়কে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ সেলিনা বেগমকে (৪৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃত সেলিনা কুমিল্লা জেলার কোতয়ালী থানার দৌলতপুর পশ্চিমপাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার সদর, শেরপুর ও শাজাহানপুর থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে ।
বিডি প্রতিদিন/এএ