বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার প্রতিপাদ্যে বগুড়ায় বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুক্রবার বিভিন্ন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীর। ২০১০ সালে সেন্ট পিটার্সবার্গে এই দিবসের সূচনা থেকে শুরু করে প্রতি বছর ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস হিসেবে পালন করা হয়। শুক্রবার সকাল শহরের সাতমাথায় শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন (তীর) এ উদ্যোগে একটি বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তীরের উপদেষ্টা জনাব মোঃ জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ সোহাগ, সহ-প্রচার সম্পাদক অমিত শাহা, মোঃ তাইফুল ইসলাম, মাসফী সহ তীরের সদস্য বৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন আহসান হাবীব তালুকদার কোষাধ্যক্ষ বিবিসিএফ, মোঃ ফজলুর হক বাবলু।
বিডি প্রতিদিন/এএ