রংপুরে জসিম উদ্দিন (৬০) নামের এক ব্যক্তি বজ্রপাতে মারা গেছেন। শুক্রবার বিকেলে নগরীর কুটিরপাড়ায় এই ঘটনা ঘটেছে। মৃত জসিম উদ্দিন ৩০ নং ওয়ার্ডের কুটিরপাড়া এলাকার বাসিন্দা।
৩০ নং ওয়ার্ড কাউন্সিলর মালেক নিয়াজ আরজু বিষয়টি নিশ্চিত করে জানান, জসিম উদ্দিন মুক্রবার বিকেলে কুটিরপাড়া এলাকায় ক্ষেত থেকে ছাগল আনতে গেলে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তার কিছুক্ষণ পর বজ্রপাতে তিনি মারা যান। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করেন।
বিডি প্রতিদিন/এএ