কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজের চারদিন পর আব্দুর রাজ্জাক (৩০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত কৃষক উপজেলার বদিজামারপুর গ্রামের কয়ছার আলীর ছেলে। বৃহস্পতিবার মধ্যরাতে নাগেশ্বরী পৌরসভার পয়রাডাঙ্গা এলাকার মসলিয়া বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, গত সোমবার জমির পাট কাটার উদ্দেশ্যে আব্দুর রাজ্জাক বাড়ী থেকে বের হয়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা পার হলেও যখন বাড়ি ফিরছিলেননা তখন পরিবারের লোকজন চারদিকে খুঁজতে থাকেন।পরে তাকে না পেয়ে মঙ্গলবার নাগেশ্বরী থানায় একটি জিডি করা হয়। এরপর ঘটনার ৪ দিন পর বাড়ী থেকে অর্ধ কিলোমিটার দূরে মসলিয়া বিলে হাঁস খুঁজতে গিয়ে এক মহিলা বিলের মাঝে মাটি চাপা দেয়া অবস্থায় আব্দুর রাজ্জাকের লাশ দেখতে পান।
এরপর লোকজনকে খবর দিলে আব্দুর রাজ্জাকের পরিবার ও পুলিশ গিয়ে তার লাশ শনাক্ত করে। এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার লাশ উদ্ধার করে শুক্রবার দুপুরে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ