কুড়িগ্রামের ফুলবাড়ীতে অটোচালক আব্দুর রাজ্জাককে গলা কেটে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ফুলবাড়ী উপজেলা সদরের জিরো পয়েন্টে উপজেলা অটো শ্রমিক সমিতি এ মানববন্ধন পালন করে।
এতে অটো শ্রমিক সমিতির সদস্যবৃন্দ, হত্যাকান্ডের শিকার আব্দুর রাজ্জাকের পরিবারের স্বজনরাসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনকারীরা মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলার স্থানীয় খড়িবাড়ি বাজারে রাজ্জাক হত্যার সাথে জড়িত আসামিদের ফাঁসির দাবিতে মিছিল করেন।
গত ৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুর রাজ্জাককে গলা কেটে হত্যা করে আসামিরা। পরে তার লাশ ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি গ্রামের একটি পাট খেতে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। নিহত আব্দুর রাজ্জাক (৩৪) উপজেলার নওদাবস গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। অটোচালক আব্দুর রাজ্জাক হত্যায় জড়িত তার দুই বন্ধুকে গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম