ময়মনসিংহের তারাকান্দায় ভাই ও দাদিকে মারধর করে এক মাদ্রাসা ছাত্রীকে (১৬) বাড়ি থেকে উঠিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিসকা ইউনিয়নে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ওই ইউনিয়নেরই দেলোয়ার হোসেনের সন্তান শান্ত মিয়া (২০) ও তার সাঙ্গপাঙ্গরা এই অপহরণ ও মারধরের সঙ্গে জড়িত। এ ঘটনার পরদিন শুক্রবার তারাকান্দা থানায় অপহরণের মামলা করেন ছাত্রীর বাবা।
তবে ঘটনার দুই দিন পরও এখনো তারাকান্দা থানা পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আশা করছি খুব দ্রুতই জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।
জান যায়, ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া পাননি শান্ত। পরে মাদ্রাসায় যাতায়াতের পথে নানাভাবে উত্ত্যক্ত করা শুরু করেন। এক পর্যায়ে গত বৃহস্পতিবার রাতে শান্ত মিয়ার নেতৃত্বে ১২-১৩ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাদ্রাসা ছাত্রীর বাড়িতে হামলা করেন এবং তাকে অপহরণ করে নিয়ে যান।
অপহরণকারীদের কবল থেকে ওই ছাত্রীকে রক্ষা করতে গেলে তার বড় ভাই ও দাদিকে মারধর করে গুরুতর আহত করেন।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তারা নিজ বাড়িতে আছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ