উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন বাউবি’র বিভিন্ন প্রোগ্রামের স্টাডিসেন্টারের অধ্যক্ষ, সমন্বয়কারী এবং ফরিদপুর আঞ্চলিক কেন্দ্র ও আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন তাঁর বক্তব্যে বাউবি’র বিভিন্ন প্রোগ্রামের শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি ও ঝরে পড়া শিক্ষার্থীদেরকে কিভাবে শিক্ষায় ফিরিয়ে আনা যায় সে বিষয়ে আলোকপাত করেন।
তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন শনিবার জানান, ড. মাহবুবা নাসরীন সমন্বয়কারীগণকে বাউবি‘র শিক্ষার্থীদের বিষয়ে আরও যত্নবান হওয়া ও ভর্তির পরে শিক্ষার্থীরা যাতে ঝড়ে না পরে এবং কিভাবে তাদের পড়াশুনায় আরো মনোযোগী ও আগ্রহী করা যায় সে বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহনের পরামর্শ প্রদান করেন।
এসময় তিনি বাউবি’র বিভিন্ন স্টাডিসেন্টারের অধ্যক্ষ, সমন্বয়কারী এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সমস্যা ধৈর্য্য সহকারে শোনেন এবং সে সম্পর্কিত সমাধান ও করণীয় নিয়ে আলোকপাত করেন। মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের যুগ্ন পরিচালক মো: আইউব আলী।
বিডি প্রতিদিন/এএম