গাঁজা, সেভেন গিয়ার, চাইনিজ কুড়ালসহ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদের ছেলেসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের কুমার নদের ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়। আটকের পরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, রবিবার শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির একটি টহল দল কুমার নদের পুরাতন ব্রিজে গাড়ি তল্লাশি করতে থাকে। তল্লাশির একপর্যায়ে কালো রঙের একটি মাইক্রোবাসকে চ্যালেঞ্জ করে আটক করেন তারা। মাইক্রোবাসটি তল্লাশি করলে গাড়িতে অবস্থান করা নৌকা মার্কার প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদের ছেলে হাসিব আহমেদ, ফোরকান রহমান, মোজাহিদ হোসেন, ইনসানুল ইসলাম, মুসা, আশরাফ হোসেন, ইমন, মাসুমবিল্লাহ, রুমান ও আজগরের কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা, একটি সেভেন গিয়ার, ৩টি চাইনিজ কুড়াল, দুটি হাতুড়ি, দুটি স্টিলের চাইনিজ লাঠি উদ্ধার করে টহল দল।
ভ্রাম্যমাণ টহল দলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুন্নবী জানান, আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ