মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মমতাজ বেগম সভাপতি ও শহিদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সিংগাইর হাইস্কুল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক পিপি আব্দুস সালাম প্রমুখ।
সম্মেলনে মমতাজ বেগম এমপিকে পুনরায় সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আগের কমিটির যুগ্ম সম্পাদক শহিদুর রহমান। সম্মেলনে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হয় এবং তাদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেন, সিংগাইর উপজেলায় আওয়ামী লীগে কোনো ধরনের গ্রুপিং থাকবে না। সকলকে নিয়ে একত্রে মিলে-মিশে কাজ করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর