ব্রাহ্মণবাড়িয়ায় আবুল খায়েরকে (২৭) উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ার কবরস্থানের পাশ থেকে ৩২ কেজি গাঁজাসহ আটক করেছে কসবা থানা পুলিশ। তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, আবুল খায়ের দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাজা ও মাদক বিক্রয়ের নগদ ১৫ হাজার টাকা দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ কসবা থানা ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে উপজেলার বায়েক ইউনিয়নের চান্দখলা আবদুল মান্নানের ছেলে খলিল মিয়া (৫০) কে ৪০ কেজি গাঁজাসহ আটক করা হয়।
এ ব্যাপারে কসবা থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। আসামিদের বুধবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম