বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের মোংলা নৌ-বন্দর সংলগ্ন ফেয়ারওয়ে বয়া এলাকায় নোয়াখালী হাতিয়া উপজেলার সন্দীপের এফবি নিশান ফিস নামে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ জেলে নিখোঁজ রয়েছে। আর ২ জেলেকে ভাসমান অবস্থায় অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করে।
আজ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি আবুল কালামের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ জেলেদের মধ্যে রয়েছেন আখতার হোসেন (৪০) ও সোহেল (২৪)। তাদের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় সন্দীপ এলাকায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর জেলেদের নাম জানা যায়নি।
গোলাম মোস্তফা চৌধুরী জানান, কয়েকদিন আগে রসদ সামগ্রী নিয়ে এফবি নিশান ফিস ট্রলারটি গভীর সমুদ্রে মাছ শিকার করার জন্য যায়। নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ট্রলারটি ডুবে যায়। সাগরে মাছ শিকারের সময় বরগুনার পাথরঘাটা উপজেলা মিজান মল্লিকের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি আবুল কালাম ২ জেলেকে ভাসতে দেখে উদ্ধার করে। তারা হলেন- আফছার ও সোহেল। অপরদিকে ৪ জেলে ভাসতে ভাসতে পটুয়াখালীর মহিপুরে উঠেছে।
কোস্টগার্ডের পশ্চিম জোন নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ করছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর