জয়পুরহাট সদর উপজেলার বড়তাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদ গঠনে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদ্যালয়টির ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। বুধবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন স্থানীয় পুরানাপৈল ইউপি সদস্য তারাজুল ইসলাম, অভিভাবক জাহাঙ্গীর আলম, হেলাল হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
বক্তারা অভিযোগ করেন, বড়তাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের মেয়াদ শেষ হওয়ায় নিয়ম অনুযায়ী আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে নতুন কমিটি নির্বাচিত করতে হবে। প্রধান শিক্ষক লুৎফর রহমান নতুন কমিটি নির্বাচনের লক্ষ্যে ব্যাপক অনিয়মসহ নানা তালবাহানা করে যাচ্ছেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক লুৎফর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, কেউ যদি অভিযোগ করেন তাহলে আমার কি করার আছে। যা হচ্ছে প্রকাশ্যে, গোপন করা হচ্ছে না।
জয়পুরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিপক কুমার বনিক জানান, বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী প্রক্রিয়া চলমান আছে। এ অবস্থায় কমিটির সদস্যের প্রতিটি পদের জন্য মাত্র একজন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। তাই সমপরিমাণ মনোনয়ন পত্র পড়েছে। অতিরিক্ত মনোনয়ন দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তদন্ত করা হবে। তারপরে কমিটির নির্বাচন হবে।
বিডি প্রতিদিন/এমআই