ফেনীর সোনাগাজীতে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ধরে সানা উল্লাহ রিংকু নামে এক মাদক কারবারিকে পুলিশে দিয়েছে চরচান্দিয়ার ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন। মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনীপাড়া রশিদ হাফেজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ তাকে গ্রেফতারের পর তার পকেট থেকে ৯৬ পিস ইয়াবা জব্দ করে। এ ঘটনায় সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক ইয়াকুবুল ইসলাম বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বলেন, ইয়াবা বিক্রির সময় স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশ রিংকুকে হাতেনাতে আটক করে ফোন করলে তিনি ঘটনাস্থলে গিয়ে মাদক বিক্রির সত্যতা পেয়ে পুলিশে খবর দেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মু. খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম