বগুড়ায় অবৈধভাবে মজুদ করা জব্দকৃত ১২ থেকে ১৫ হাজার বস্তা সার বিক্রির জন্য সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকাল ৫টায় এরুলিয়া এলাকার গুদাম থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধির কাছে এ সার হস্তান্তর করেন।
এসময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম ও নবাগত অফিসার নাছিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম ও সদর উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যানসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আনুমানিক সাড়ে ১২ থেকে ১৫ হাজার বস্তা সার উদ্ধার করে জব্দ করা হয়। এসময় গুদামে থাকা সারভর্তি দুটি ট্রাকও জব্দ করা হয়।
এরপর গুদামটিতে অভিযান পরিচালনার পরদিন পুনরায় অভিযুক্ত গুদাম মালিক আটকের চেষ্টা চালানো হয়। তবে গুদাম মালিক নাজমুল পারভেজ কনক পলাতক থাকায় তার ম্যানেজার আজিজুল হককে আটক করে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। গুদামের ম্যানেজার অর্থদন্ডের টাকা পরিশোধ করায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল জানান, অবৈধভাবে মজুদ করা জব্দকৃত ১২ থেকে ১৫ হাজার বস্তা সার উপজেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি ১২টি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তৃণমূল কৃষকদের মাঝে সরকারি মূল্যে এসব সার বিক্রি করবেন।
বগুড়া সদর উপজেলার কৃষি কর্মকর্তা মাহফুজ আলম জানান, ‘উপজেলা নির্বাহী অফিসার তার কাছে জব্দকৃত সার হস্তান্তর করেছে। পরে এসব সার আইনি প্রক্রিয়া শেষে সরকারি মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম