ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোস্ট হয়ে দেশে ফিরেছেন। জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যা তাদের গ্রহণ করেছে আইনি সহয়তা দিতে।
বুধবার সন্ধ্যা ৬টার সময় তাদের ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করেন। ফেরত আসারা হলেন কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদ আহম্মেদ আলীর ছেলে ইসমাইল (৩৫), সোহেল রানা (৩৫) আলামিন (৩০), শফি আলম (২৬), আব্দুল হামিদ (৩১), সোহেল (২৫), আশিক শেখ (৩০) ও ফজলু রহমান (২৭)।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভালো কাজের আশায় এরা বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সে দেশে কাজ করার সময় পুলিশের কাছে আটক হয়ে তারা জেলে যায়। এরপর তারা ৮ থেকে ১২ বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
জাস্টিস অ্যান্ড কেয়ার বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, পাচারের শিকার বাংলাদেশিদের বেনাপোল বন্দর থানার আনুষ্ঠানিকতা শেষে যশোর শেল্টার হোমে রাখা হবে। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এসময় কেউ যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহয়তা চায় দেওয়া হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ