সাভারে দুই সন্তানের পায়ের তালু গরম লোহার খুনচি দিয়ে ঝলসে দিয়েছে বাবা নুর-আলম। খবর পেয়ে গ্রাম থেকে ছুটে এসে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই দুই শিশুর মা জয়মেনা বেগম। বুধবার রাত ১২টার দিকে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
এর আগে গতকাল বুধবার দুপুরে সাভারের আড়াপাড়ার বিনোদবাইদ সবুজবাগ এলাকায় কোবা মসজিদের পাশের অবসর হাবিলদার আবদুল লতিফের বাড়িতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী দুই শিশু হল- আলিফ (৫) ও আরোবি (৯)। অভিযুক্ত বাবা নুর আলম (৩২) জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার পূর্বমাতাপুর গ্রামের আব্দুর রবের ছেলে। বর্তমানে ওই বাড়িতে ভাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালান তিনি।
গ্রাম থেকে ছুটে আসা মা জয়মেনা বেগম বলেন, নুর-আলম প্রায়ই যৌতুকের টাকার জন্য আমার ওপর অত্যাচার করেন। গত ২৮ জুলাই যৌতুকের দাবীতে আমাকে মারধর করেন। পরে জোর করে নিলফামারী আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেন। আমার সন্তানদের তার কাছে রেখেই আমাকে যেতে বাধ্য করেন। শুনতে পাই আমার অবুঝ ছেলে মেয়েকে ওই পাষণ্ড গরম খুনচি দিয়ে পা ঝলসে দিয়েছে। খবর পেয়েই আমি সাভারে চলে আসি। এ ব্যাপারে আজ থানায় অভিযোগ দায়ের করেছি। বাড়িওয়ালা না থাকলে আমার সন্তানদেরও মেরেই ফেলতো। তাদের কাঁদতেও দেয়নি ওই পাষণ্ড। মুখ চেপে রেখেছিল। বাড়িওয়ালা ওই রুমে গেলে নুর-আলম পালিয়ে যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, দুই শিশু পা ঝলসে দেয়ার অভিযোগ পেয়েছি। পাষণ্ড বাবার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর