কথা, কবিতা, গান ও নৃত্যসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার রাতে নেত্রকোনায় অুষ্ঠিত হয়েছে রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণানুষ্ঠান। শহরের অজহর রোডে অবস্থিত উদীচী কার্যালয়ে স্মরণানুষ্ঠানের আয়েজন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদ। আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
উদীচীর জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক মতীন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, কবি ও প্রাবন্ধিক স্বপন পাল।
পরে উদীচীর নৃত্য বিভাগের সম্পাদনায় সাংস্কৃতিক পর্বে একক গান, দলীয় নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়েছে। একক নৃত্য পরিবেশন করেন, উদীচীর রবীন্দ্রসঙ্গীত শিল্পী নারায়ণ কর্মকার ও তন্দ্রা রায় এবং নজরুল সঙ্গীত শিল্পী পিয়া বৈশ্য ও শুভ বণিক। নৃত্য পরিবেশন করেন উদীচী পরিচালিত হায়দার-শেলী স্মৃতি সঙ্গীত বিদ্যানিকেতনের প্রশিক্ষণার্থীবৃন্দ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ