কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহের লাইনে পাইপ লিকেজের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সদরের পুনিয়াউট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ সময় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। দীর্ঘ যানজটের সৃষ্টি হয় মহাসড়কের উভয়পাশে। পরে এক ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে লাইনে অগ্নিকাণ্ডের ফলে শহরের একাংশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
স্থানীয় এলাকাবাসী জানান, কিছুদিন ধরে সড়কের পাশ দিয়ে বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ চলছে। শনিবার দুপুরের দিকে নতুন খুঁটিতে ঝুলন্ত তারের সংঘর্ষ হয়ে আগুনের ফুলকি মাটিতে পড়ে। এতে লিকেজ থাকা গ্যাস সরবরাহের পাইপে আগুন ধরে যায়। মুহূর্তে আগুনের চাপ বাড়তে থাকে। পরে উপায় না দেখে স্থানীয়রা ৯৯৯ এ কল দিলে ফায়ার স্টেশনের লোকজন আসেন। বাখরাবাদ গ্যাস ফিল্ডের লোকজন লাইন বন্ধ করলে দীর্ঘ এক ঘণ্টা চেষ্টা পর ফায়ার স্টেশনের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, ৯৯৯ এ কল পেয়ে আমরা এসে দেখি বিশাল আগুন। সড়কের পাশ দিয়ে গ্যাস সরবরাহের মেইন লাইন গিয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক খুঁটি বসানোর সময় গ্যাস লাইনটি লিকেজ হয়েছে। আমরা জেলা প্রশাসককে বিষয়টি জানাই। পরে গ্যাস ফিল্ডের লোকজন সংযোগ বন্ধ করলে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ডিজিএম শফিউল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের লোকজন পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘাটুরা থেকে পুনিয়াউট পর্যন্ত গ্যাস সংযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে। লাইন সংস্কারের পর পুনরায় গ্যাস সংযোগ চালু করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর