১৫ আগস্ট, ২০২২ ১৫:৩৮

গাজীপুরে নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালন

বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে প্রথমে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।

পরে শ্রদ্ধা জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সফিউল্লাহ, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ। এ সময় আরও শ্রদ্ধা জানান গাজীপুর প্রেস ক্লাবসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। 

দিবসটি পালন উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। সকালে জাতীয় শোক দিবসে গাজীপুর মহানগর আওয়ামী লীগের কর্মসূচি পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আজমত উল্লাহ খান। গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক মো. কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গণে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আজমত উল্লাহ খান। বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন প্রমুখ।

এদিকে জেলার কাপাসিয়া উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিমিন হোসেন রিমি এমপি। কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার প্রমুখ।

বিডি প্রতিদিন/ফারজানা 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর