রাঙামাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় শহরের সেনা জোন সংলগ্ন এলাকায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এসময় সরকারি বিভিন্ন কর্মকর্তারা একে একে শ্রদ্ধা নিবেদন শেষে সালাম প্রদর্শন করেন।
এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন রাঙামাটি সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী ও রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন।
এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। এরপর চলে দিনব্যাপী নানা কর্মসূচি। পরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই