যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, বঙ্গবন্ধু আজীবন মানুষের অর্থনৈতিক মুক্তি ও স্বাধীনতার জন্য লড়াই করেছেন। উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধু স্বপ্ন দেখিয়েছেন। ১৫ আগস্ট ঘাতকরা স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, হত্যা করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাংলাদেশের দলিল। এ ভাষণেই মুক্তিযুদ্ধ হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় ব্রজগোপাল টাউন হলে চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করছেন। তার নেতৃত্বে অর্থনৈতিক সক্ষমতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/হিমেল