বরগুনায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক হাবিবুর রহমান, সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, পুলিশ জাহাঙ্গীর মল্লিক, মুক্তিযোদ্ধা সংসদ প্রেসক্লাবসহ আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন।
পরে শোক র্যালি শহর প্রদক্ষিণ করে রাসেল চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।
প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এছাড়া বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরগুনা প্রেসক্লাব, শেখ রাসেল শিশু-কিশোর একাডেমীসহ বিভিন্ন প্রতিষ্ঠান আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও কোরআন খতমসহ দোয়ার আয়োজন করা হয়। এছাড়া জেলার ৬টি উপজেলায় জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই