কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
মেঘনা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীর জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে লুটের চরে কাঙালি ভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুবিদ আলী ভূঁইয়া এমপি, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম, মেঘনা উপজেলা চেয়ারম্যান রতন শিকদার ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম।
এদিকে, দাউদকান্দিতে পৃথক কাঙালি ভোজ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, দাউদকান্দি পৌরসভায় অনুষ্ঠিত কাঙালি ভোজে বক্তব্য রাখেন পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন ও পৌর সচিব মনিরুজ্জামান।
বিডি প্রতিদিন/এমআই