বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কুশীলবদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে জাতীয় কমিশন গঠনের দাবি পুণর্ব্যক্ত করেছেন চট্টগ্রামের নাগরিক সমাজ। জাতীয় শোক দিবসের ‘নাগরিক শোক যাত্রা’ থেকে তারা এই দাবি করেন। শোক যাত্রাটি শুরু হয় সকাল ঠিক দশটায়।
নাগরিক সংগঠন ‘চট্টগ্রাম নাগরিক উদ্যোগ’ গেল কয়েক বছর ধরে জাতীয় শোক দিবসে এই শোক যাত্রা করে আসছে।
নাগরিক শোকযাত্রার সমাবেশ থেকে সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক, নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করে বাংলাদেশে রাজনীতি করতে না পারার বিধান করতে হবে। জাতীয় মর্যাদার স্বার্থেই বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিরোধী যে কোন অপশক্তিকে নিশ্চিহ্ন করতে হবে।’ নতুন প্রজন্মের কাছে কালিমা মুক্ত দেশ দিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জাতীয় নেতৃত্বের কাছে এমন দাবি জানিয়েছেন তিনি।
চট্টগ্রামের এই নাগরিক শোক যাত্রায় বিভিন্ন শ্রেণী পেশা ও ধর্মের মানুষ অংশ নেন। চট্টগ্রামের ডিসি হিল লাগোয়া এনায়েত বাজার মহিলা কলেজের সামনে থেকে শুরু হওয়া শোকযাত্রাটি ভিসি হিল চত্বরে এসে অনুষ্ঠিত হয় সমাবেশ।
চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক ও বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদ্য সাবেক সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশটিতে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ গবেষক প্রফেসর ড. মুহাম্মদ ইদ্রিস আলী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস'র কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম জেলা সহ-সভাপতি অধ্যক্ষ আবু মোহাম্মদ, এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ তহুরুন সবুর ডালিয়া, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম-এর অর্থ সম্পাদক ও বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী, বাকশিস'র জেলা শাখার অর্থ সম্পাদক অধ্যাপক সুকুমার দত্ত, এনায়েত বাজার মহিলা কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ইলোরা ইসলাম, অধ্যাপক অজিত আইচ, কবি আশীষ সেন, অধ্যাপক ফাতেমা জেবুন্নেসা।
বিডি প্রতিদিন/নাজমুল