লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছেন। সোমবার দুপুরে দুর্ঘটনা দুটি ঘটে। লক্ষ্মীপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথ এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন, বাবুল হোসেন ও মো. ফাহাদুল ইসলাম। ফাহাদ রামগঞ্জের আথাকরা গ্রামের মো. গোলাম জিলানীর ছেলে। সে আথাকরা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র। বাবুল লক্ষ্মীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের শাহপুর গ্রামের মৃত সাজ্জাদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সাহাপুর এলাকায় বাবুল হোসেন রাস্তা পার হচ্ছিলেন। এসময় রামগঞ্জ থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা অটোরিকসাটি বাবুল হোসেনকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অপরদিকে রামগঞ্জ-সোনাইমুড়ী সড়কে জননী বাসষ্ট্যান্ড’র সামনে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মোঃ ফাহাদুল ইসলাম নামে ১০ম শ্রেনীর এক শিক্ষার্থী আহত হয়। তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে মারা যায় স্কুল ছাত্র ফাহাদ। এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথ বলেন, মরদেহ দু’টি হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম