১৫ আগস্ট, ২০২২ ২১:৩৭

ভারতের স্বাধীনতা দিবসে হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার

দিনাজপুর প্রতিনিধি

ভারতের স্বাধীনতা দিবসে হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার

ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তের চেকপোস্টের শূন্য রেখায় বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার সকাল ৯টার দিকে দিনাজপুরের হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় এ শুভেচ্ছা বিনিময় হয়। এসময় ১৮০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বিজয় পাল সিং বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মো. মোখলেছুর রহমানের হাতে মিষ্টি উপহার দিয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন। চেকপোস্ট শূন্য রেখায় এসময় কর্তব্যরত বিজিবি-বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. মোখলেছুর রহমান বলেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফ মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে বাংলাদেশে জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর