সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম. মোজাম্মেল হক এমপি।
গাজীপুর সিটি করপোরেশন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ আব্দুল আলীম মোল্লা, প্যানেল মেয়র-৩ এড. আয়েশা আক্তার প্রমুখ বক্তব্য দেন।
জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে দিনের শুরুতে পবিত্র কোরআন খানি, শোক শোভাযাত্রা, জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। দোয়া শেষে গণভোজের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা