জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে উন্নয়নের মাধ্যমে দেশের আমুল পরিবর্তন এনেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াতের রেখে যাওয়া ভঙ্গুর, রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রিজ নির্মাণ ও সংস্কারের উপর গুরুত্ব দিয়ে উন্নয়ন করছেন। সকল ক্ষেত্রেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে।
তিনি আরও বলেন, তলাবিহীন ঝুড়ির দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক ভাবে স্বয়ংসম্পন্ন ভাবে গড়ে তুলেছে। অভাব এদেশ থেকে পালিয়ে গেছে। মানুষ শান্তিতে আছে।
গতকাল মঙ্গলবার ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর পৌরসভাধীন সুইহারী কোল্ড স্টোরেজ মোড় হতে পিটিআই মোড় পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণসহ বেশ কয়েকটি কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা আজগার আলী, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মোঃ সানোয়ার হোসেন সরকার, মাকসুদা পারভীন মিনা, আব্দুল হানিফ দিলন, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক, ছাত্রলীগের সাবেক নেতা সাব্বির আহমেদ সুজন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল