নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ফারজানা নামে এক গৃহবধূকে মসলা বাটার ‘পুতা’ দিয়ে মুখে ও মাথায় আঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে।
এঘটনা তাৎক্ষনিকভাবে স্বামী রুবেলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পশ্চিম রসুলপুর এলাকায় এঘটনা ঘটে। নিহত ফারজানা(২৮) পশ্চিম রসুলপুর এলাকার নুর নবীর মেয়ে।
জানা যায়, একই এলাকার রুবেলের(৪০) সঙ্গে ফারজানার বিয়ে হয় ৬ মাস আগে। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছে। এরমধ্যে স্থানীয় ভাবে একাধিক বিচার শালিশ হয়েছে তাদের। গত সোমবারও বিচার শালিশ হয়েছে।
ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা কামাল খান জানান, স্বামীকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। মসলা বাটার পুতা দিয়ে মুখে ও মাথায় আঘাত করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।
বিডি প্রতিদিন/নাজমুল