গাজীপুরের কালিয়াকৈরে প্রেসক্লাবের আয়োজনে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর প্রেসক্লাবের হলরুমে কবিতা পাঠ, আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান মেহেদী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক খাজা বদরুদদ্দোজা মডার্ন হাসপাতালের ডা. মো. বখতিয়ার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শরীফ, বীর মুক্তিযোদ্ধা আরফান আলী, কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম তুষারীসহ সাংবাদিকরা।
বিডি প্রতিদিন/এমআই