ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী ২০২২ বিষয়ে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা আশুরা আক্তার খাতুন, ওসি তদন্ত আব্দুল মোতালিব চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্রধর, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. শরীফ খান, ফুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন শেখ, কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, ফুলপুর সদর ইউপি চেয়ারম্যান রেজাউল হক রাসেল, রহিমগঞ্জ ইউপি চেয়ারম্যান একরাম হোসেন চৌধুরী, বালিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার মোজাহীদ, সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান শাহা আলী, পয়ারী ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম, সাংবাদিক আব্দুল মান্নান প্রমুখ।
স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা আশুরা আক্তার খাতুন বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আগামী ১২ সেপ্টেম্বর শুরু হয়ে সম্পন্ন হবে ৫ অক্টোবর। আর ১০ অক্টোবর থেকে 8 নভেম্বর পর্যন্ত ছবি তোলা হবে। বাড়ি বাড়ি গিয়ে কাজটি আঞ্জাম দিতে ২২ জন সুপার ভাইজার ও ১১২ জন তথ্যসংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ