জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা ইমাম আলী হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সভার সঞ্চালনা করেন বাহাউদ্দিন বাহার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য খাজে আহম্মদ মজুমদারসহ দলীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে মোনাজাত ও তাবারক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ