বগুড়ায় ট্রাকচাপায় মিরাজুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কাহালুর মুরইল এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজুল দুপচাঁচিয়া উপজেলার করমপুর এলাকার আজিজার রহমানের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি আমবার হোসেন।
জানা গেছে, খালি ভ্যান নিয়ে বগুড়া থেকে দুপচাঁচিয়ার দিকে যাচ্ছিলেন মিরাজুল। পথিমধ্যে মুরইল বাসস্ট্যান্ডের একটি তেল পাম্বের সামনে তার ভ্যানের এক্সেল ভেঙে যায়। এতে ভ্যান নিয়ে পড়ে গেলে পিছনে থাকা দুপচাঁচিয়াগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মিরাজুল মারা যান।
ওসি আমবার জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন