পটুয়াখালীর গলাচিপায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল ইনস্টিটিউট, বরিশালের সহযোগিতায় ও শ্রীগুরু সঙ্ঘ গলাচিপা উপজেলা শাখার আয়োজনে রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শ্রীগুরু সঙ্ঘ গলাচিপা উপজেলা শাখার সভাপতি অসীম কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধ্রুব লাল বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মমিন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগের নেতা কাশী নাথ দত্ত, সহ-সভাপতি মো. রেজাউল করিম, বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম, কাউখালী শ্রীগুরু সঙ্ঘের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কমল দত্ত, প্রচার সম্পাদক ভক্ত কর্মকার, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত।
এছাড়াও শ্রীগুরু সঙ্ঘ গলাচিপা উপজেলা শাখার নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, চক্ষু রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দূর-দূরান্ত থেকে আসা এই কার্যক্রম অনুষ্ঠানে ২০০ রোগীর চিকিৎসাসেবা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই