জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জ ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পাল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. আরজ আলী, গ্রস্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নূরুল আমিন, হোসেনপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামান, ইংরেজী বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক বদরুল হুদা সোহেল, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ ভূইয়া, আইন বিভাগের সহকারী অধ্যাপক লাকী আক্তার, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক আফেরোজা সুমি, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, ট্রাস্টি সদস্য মনিরুল হক, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুল হাসান, আইন বিভাগের সহকারি অধ্যাপক মো. মনজুরুল ইসলাম, রমা দাস, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক সাদ্দাম হোসেন, মমিনুর রহমান, প্রভাষক মাহবুবা, তহুরা খাতুন, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারুক আহাম্মদ, মো. আনিসুজ্জামান, মো. আলতাফ হোসাইন প্রমুখ।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ