বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরহোগলা এলাকায় কর্দমাক্ত মাটির সড়কে ধানের চারা রোপন করে প্রতিবাদ করেছে স্থানীয় বাসিন্দারা। কর্দমাক্ত সড়কে চরম দুর্ভোগ হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের ব্যানারে ধানের চারা রোপনের পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ওই সড়কের পাশে মানববন্ধন করে তারা। এ সময় চিত্র শিল্পী ও লেখক সাইফুল্লাহ নবীন ও ধলু হাওলাদারসহ অন্যান্যরা সড়ক সংস্কারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
স্থানীয় বাসিন্দা লেখক সাইফুল্লাহ নবীন জানান, পৌরসভার অর্ন্তভূক্ত হওয়া সত্তেও ১ নম্বর ওয়ার্ডের চরহোগলা এলাকায় নুরু হাওলাদার বাড়ির সামনে থেকে প্রায় আধা কিলোমিটার মাটির রাস্তা বর্ষা হলেই কর্দমাক্ত হয়ে যায়। এ কারনে স্কুল-কলেজ-মাদ্রার শিক্ষার্থীসহ স্থানীয় হাজার হাজার বাসিন্দা দুর্ভোগ সহ্য করে কর্দমাক্ত সড়ক মারিয়ে গন্তব্যে যায়। বছরের পর বছর এমন পরিস্থিতি থাকলেও কর্তৃপক্ষ সড়কটি পাকা করার কোন উদ্যোগ নেয়নি।
একই এলাকার ধলু হাওলাদার বলেন, দীর্ঘ দিন ধরে সড়কটি অবহেলিত। পৌরসভার অর্ন্তভ‚ক্ত গুরুত্বপূর্ন সড়ক কর্দমাক্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। তারা সড়কটি পাকা করার দাবী জানান।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ পৌরসভার মেয়র কামাল উদ্দিন খান বলেন, চরহোগলা এলাকায় সড়ক সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধনের বিষয়ে তিনি কিছু জানেন না। সড়কটির বর্তমান অবস্থা সম্পর্কে জেনে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেন মেয়র কামাল খান।
বিডি প্রতিদিন/এএ