বগুড়ার ধুনট উপজেলায় পৃথক স্থান থেকে এক গৃহবধূ ও এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার আনারপুর গ্রাম থেকে মনজেরা বেগম (৪২) নামে এক গৃহবধূর লাশ নিজ ঘরের ধর্ণার সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত মনজেরা বেগম ওই গ্রামের মৃত জাহিদুল ইসলামের স্ত্রী।
এরপর একইদিন সকাল ১১টার দিকে উপজেলার পাঁচথুপি মধ্যপাড়া গ্রামের হাফিজুর রহমান (৩২) নামে এক কৃষকের লাশ তার বাড়ির পাশে আম গাছের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত হাফিজুর রহমান ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
এ ঘটনায় থানায় পৃথক ২টি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। নিহত গৃহবধূ ও যুবকের মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, নিহত দুই ব্যক্তির পরিবারের কোন অভিযোগ নেই। তবে পৃথক ২টি মৃত্যুর ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে সন্দেহ রয়েছে। তাই মৃত্যুর সঠিক কারণ নির্নয় করতে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম