জেলা তথ্য অফিসের আয়োজনে ফেনীতে সরকারের গৃহীত কার্যক্রম এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য নিয়ে অবহিতকরণ বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ এর উপসচিব ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী সদরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসাইন পাটোয়যারী, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকাসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সমাজসেবকগণ।
অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের মহিলারা অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
বিডি প্রতিদিন/এএ