টাঙ্গাইল জেলা কারাগারে ওয়াসিম মল্লিক নামে (৩৫) এক হাজতির মৃত্যু হয়েছে। হাজতি ওয়াসিম অসুস্থ হওয়ায় মঙ্গলবার ভোরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মৃত ওয়াসিম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার খাসপাইকাল গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ লিভারজনিত জটিল রোগে ভুগছিলেন। জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগার সূত্রে জানা যায়, ওয়াসিম মল্লিক ২০২১ সালের ২১ জুলাই তার সৎ ভাইয়ের দায়ের করা মারপিটের মামলায় অসুস্থ অবস্থায় কারাগারে আসেন। কারাগারে থাকা অবস্থায় তাকে কারা হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চিকিৎসা করানো হয়।
টাঙ্গাইলের জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, হাজতি ওয়াসিম কারাগারে আসার পর থেকেই অসুস্থ ছিলেন। ইতিপূর্বে ১৭ জুলাই তিনি লিভারের রোগে অসুস্থ হয়ে পড়লে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত ১০ অক্টোবর চিকিৎসা শেষে ওয়াসিম মল্লিককে টাঙ্গাইল কারাগারে ফিরিয়ে আনা হয়।
জেল সুপার জানান, মঙ্গলবার ভোরে ফজরের নামাজের পর ওয়াসিম অসুস্থ হয়ে পড়লে তাকে ওয়ার্ড থেকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অচেতন হয়ে পড়ায় কারা সার্জনের পরামর্শে তাকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মৃত হাজতির দেহের সুরতহাল ও ময়নাতদন্ত কার্য সম্পাদন করতে একটি অপমৃত্যু মামলা দায়ের করার জন্য টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষে জেনারেল হাসপাতালে মৃত্যুর তদন্ত করতে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক জানান, মৃত হাজতি ওয়াসিমের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে-শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই