পাবনার চরতারাপুর ইউনিয়নে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে বালিয়াডাঙ্গী গ্রামের মির্জা মশিউর রহমানের বাড়ির বাথরুম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুর নাম রোমিও (৮)। সে বালিয়াডাঙ্গী গ্রামের মাসুদ আলীর ছেলে ও বালিয়াডাঙ্গী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
নিহতের বড় ভাই রকি জানান, সোমবার সকাল থেকেই রোমিওকে বাড়িতে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। স্কুলসহ আশপাশে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে এলাকায় মাইকিং করেন তারা। পরে মঙ্গলবার ভোরে প্রতিবেশী মির্জা মশিউর রহমানের বাড়ির বাথরুমে রোমিও’র মরদেহ দেখতে পেয়ে তাদের খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
রকি আরও জানান, তাদের পরিবারের সাথে কারো কোনো পূর্ব শত্রুতা বা বিরোধ নেই। কারা, কেন রোমিওকে হত্যা করেছে, সে বিষয়ে কোনো ধারণাই করতে পারছেন না তারা।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জুয়েল বলেন, স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রোমিও’র মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। শিশুটির মাথায় আঘাতজনিত গুরুতর জখম রয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে হত্যার কারণ নিশ্চিত করতে পারেননি ওসি।
বিডি প্রতিদিন/এমআই