সাতক্ষীরার কলারোয়ায় ইঞ্জিন ভ্যানের নিচে চাপা পড়ে মো. আলিফ নামের চার বছর বয়সের একটি শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। সে কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মুনসুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে শিশুটি খেলা করার সময় বাড়ির বাইরে রাস্তায় চলে যায়। এসময় একটি ইঞ্জিনভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। আহত অবস্থায় শিশুটিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুদ্দিন মৃধা জানান, ঘাতক ইঞ্জিন ভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা রুজু হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম