ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরের দিকে আখাউড়া থানার ওসি ( তদন্ত) সঞ্জয় কুমার সরকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. আল আমিন, মো. তোফাজ্জল হোসেন (২৫), মোসা. রাজেদা, মিঠুন মিয়া ও শফিকুল ইসলাম শিমুল (২৬)।
আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই