সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঞ্চল্যকর তাজকিয়া হত্যা মামলার প্রধান আসামি সাহেব আলীকে (৩০) গ্রেফতার করেছে র্যাব। সোমবার দিবাগত রাত ৪টার দিকে ঢাকার সাভার মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাহেব আলী শ্যামনগর উপজেলার সোলেমান খাঁর ছেলে। মঙ্গলবার দুপুরে র্যাব-৬ (সিপিসি-১) কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
র্যাব-৬ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৪ জুলাই শ্যামনগর উপজেলার সোরা গ্রামের তাজকিয়া খাতুনকে কুপিয়ে হত্যা করে সাহেব আলীসহ আরও কয়েকজন। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল্লাহ বাবু বাদী হয়ে শ্যামনগর থানায় ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর থেকে র্যাব-৬ এর একটি অভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামিদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান অব্যাহত রাখে। একপর্যায়ে সোমবার দিবাগত রাতে র্যাব-৬ ও র্যাব-৪ এর একটি যৌথ দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে হত্যা মামলার প্রধান আসামি ঢাকার সাভার মডেল থানা এলাকায় অবস্থান করছে।
তাৎক্ষণিক র্যাবের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় সাভার মডেল থানাধীন রাজফুল বাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
বিডি প্রতিদিন/এমআই