করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকররকে কেন্দ্র করে ফরিদপুরের সালথায় সহিংস তান্ডবের মামলায় সালথা উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যাকে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক খাইরুজ্জামান বাবুকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি শেখ সাদিক বলেন, খায়রুজ্জামান বাবুর নামে সালথার সহিংস তান্ডবের মামলায় আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ