কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কৃষি জমিতে কাজ করার সময় বিদ্যুতের খুঁটির টানার সঙ্গে কোদাল লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরনবী (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ওই ছাত্র উলিপুর পৌর শহরের পশ্চিম নাওডাঙ্গা গ্রামের মফিজুর ইসলামের ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসীরা ও তার পারিবারিক সূত্রে জানা যায়, নুরনবী বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করতে গিয়েছিল। এ সময় কোদাল দিয়ে মাটি কাটার সময় বিদ্যুতের খুঁটির টানার সঙ্গে কোদাল লেগে কোদাল বিদ্যুতায়িত হয়ে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উলিপুর থানার উপ-পরিদর্শক আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, সে স্থানীয় একটি স্কুল থেকে এবছর এসএসসি পরিক্ষার্থী হিসেবে পরীক্ষা দেয়ার কথা ছিল।
বিডি প্রতিদিন/এএ