রংপুরে লোকসঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে লোকসঙ্গীত উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্পীরা লোকসঙ্গীত পরিবশেন করেন।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ফকরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর কারমাইকেল কলেজের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া। সুজন রংপুর জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন, লেখক ও সংগঠক সায়েদুল ইসলাম মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম