মানিকগঞ্জের ঘিওরে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন এবং আরেকজনকে তিন বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে দুইজনকে পনের হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও নয় মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিততে এ রায় দেন।
দন্ডিতরা হলেন, রাজবাড়ীর বালিয়াকান্দির বেড়াডাঙ্গার এলাকার স্বপন হাসান এবং বাগেরহাটের মোড়লগঞ্জের ফুলহাটা এলাকার শিপার হাওলাদার।
এজহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২ অক্টোবর দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ধুলন্ডী এলাকায় একটি প্রাইভেটকার থেকে ৬০০ বোতল ফেন্সিডিলসহ স্বপন হাসান কে আটক করা হয়। কিন্তু গাড়ী তল্লাসী করার সময় কৌশলে আরেক আসামী শিপার হাওলাদার পালিয়ে যায়। এরপর আর তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই স্বপন কুমার সরকার ২০১৩ সালের ৭ নভেম্বর স্বপন হাসান ও শিপার হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
বিডি প্রতিদিন/এএ