কুড়িগ্রামের চিলমারীতে বীর মুক্তিযোদ্ধা (বীর বিক্রম) শওকত আলী সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় চিলমারী সরকারি ডিগ্রি কলেজ মাঠে তার মরদেহ নিয়ে আসা হয়। এসময় হাজার হাজার মানুষ তাকে শেষবারের মতো দেখতে জানাজায় অংশ নেয়।
জানাজার শুরুতে রাষ্ট্রীয়ভাবে এই বীর মুক্তিযোদ্ধাকে বীরত্বসূচক সম্মান প্রদর্শন করা হয়। পরে উপস্থিত বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তার কফিনে শেষ শ্রদ্ধা অর্পণ করেন। শেষে তার রুহের মাগফিরাত কামনায় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ, মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু ও চিলমারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম লিচু প্রমুখ।
জানাজায় সংসদ সদস্য, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্নস্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রসঙ্গত, সোমবার ভোর সাড়ে ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মহান মুক্তিযুদ্ধে ত্যাগ ও সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার ১৯৭২ সালে গেজেটের মাধ্যমে তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করে। তিনি টানা পাঁচবার চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
বিডি প্রতিদিন/এমআই