কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ডাম্পার ট্রাক চাপায় মো. ফাহিম (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার সময় চকরিয়া কেবি জালাল উদ্দীন সড়কের পোকখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটলেও মঙ্গলবার ভোররাত তিনটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ফাহিম উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুতুবদিয়া পাড়া এলাকার বাসিন্দা আব্দু শুক্কুরের ছেলে।
দুর্ঘটনায় আহত অপর যাত্রী মো. রানা জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষা ছিল। ভর্তি পরীক্ষা দিয়ে একই এলাকার মো. ফাহিম, আবরার শাহদাত আদন ও দেলোয়ার হোসেন সাঈদী ও মোহাম্মদ সাদেকসহ তারা ৫ শিক্ষার্থী চট্টগ্রাম থেকে আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া হয়ে বাড়ি ফেরার জন্য সিএনজিতে উঠে। পরে আঞ্চলিক মহাসড়কের লাল ব্রিজ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাক চাপা দিলে সিএনজিতে থাকা থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ফাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাত তিনটার সময় ফাহিমের মৃত্যু হয়। আহত চারজন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মাতামুহুরি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বলেন, রাতেই দুর্ঘটনাস্থল থেকে ঘাতক ডাম্পার ট্রাকটি জব্দ করে পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে। আহত ৪ জন শিক্ষার্থী তারা সবাই বদরখালী এলাকার বাসিন্দা।
বিডি প্রতিদিন/আবু জাফর