গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার সন্ধ্যায় এক স্কুলছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত হলেন- দিনাজপুর জেলার পলাশবাড়ি থানার উত্তর পলাশবাড়ী এলাকার মতিয়ার রহমানের ছেলে আল হাসনাত রিফাত (২২)।
এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার লতিফপুর এলাকায় মঙ্গলবার ৩টার দিকে লতিফপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ছুটি শেষে শিক্ষার্থী বাড়িতে যাচ্ছিল। যাওয়ার পথে লতিফপুর বাগানবাড়ি সড়কে পৌছালে ওই স্কুলের ৭ম শ্রেণীর এক ছাত্রী ইভটিজিং করেন আল হাসনাত রিফাত। এ সময় ওই ছাত্রীসহ অন্যান্য শিক্ষার্থীরা ডাক-চিৎকারে করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ওই আল হাসনাত রিফাতকে আটক করে। খবর পেয়ে সন্ধ্যায় উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ পরিচালনা করা হযেছে। এসময় ইভটিজিংয়ের অভিযোগ প্রমানীত হওয়ায় আল হাসনাত রিফাতকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তারা।
উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম